এবার কলকাতাতেও পাওয়া যাবে Amazon Fresh এর সুবিধা, একেবারে তাজা গ্রোসারি প্রোডাক্ট ঘরে বসেই পেয়ে যাবেন

এবার কলকাতাতেও পাওয়া যাবে Amazon Fresh এর সুবিধা, একেবারে তাজা গ্রোসারি প্রোডাক্ট ঘরে বসেই পেয়ে যাবেন

Amazon Fresh এর সেন্টার এখন কলকাতাতেও শুরু হয়ে গেছে ,Amazon ফ্রেশ এ ৬০০ টাকার বেশি কেনাকাটায় ডেলিভারি চার্জ একদম ফ্রি। এবার কলকাতাতেও পাওয়া যাবে Amazon Fresh এর সুবিধা, একেবারে তাজা গ্রোসারি প্রোডাক্ট ঘরে বসেই পেয়ে যাবেন। ৬০০ টাকার বেশি কেনাকাটায় ডেলিভারি চার্জ ফ্রি

বর্তমান সময়ে ঘরে বসেই যে কোনো জিনিস পাওয়া যায় অনলাইন ই-কর্মাস সংস্থাগুলির মাধ্যমে। অনেকেই সময়ের অভাবে বাইরে গিয়ে জিনিস কেনার সময় পান না, তারা খুব সহজেই অনলাইনে অর্ডার করে যে কোনো জিনিস হাতের মুঠোয় পেয়ে যান।

করোনাকালীন পরিস্থিতিতে লকডাউনে নিত্যপ্রয়োজনীয় জিনিস বাড়িতে পৌছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এই অনলাইন ডেলিভারি অ্যাপগুলি। অনেকেই গ্রোসারির সাইট এর খোঁজ  করেন যারা ভালো জিনিস কম ডেলিভারিতে দিয়ে থাকেন। প্রবীণ নাগরিকদের পক্ষে সবসময় সম্ভব হয় না বাজারে যাওয়া, তাদের পক্ষে এসব ই-কমার্স সাইট ভীষণ কাজে লাগে।

ই-কমার্স সাইট Amazon india র বেশ কিছুদিন আগেই গ্রোসারি ডেলিভারি  শুরু করেছিল বেশ কয়েকটি জায়গায়  Amazon Fresh সেই  তবে এবার অন্যান্য শহরের পাশাপাশি কলকাতাতেও এই পরিষেবা উপলব্ধ হবে। অ্যামাজন ইন্ডিয়ার এই পরিষেবা আগে  বেঙ্গালুরু, মুম্বাই, হাইদ্রাবাদ এবং দিল্লিতে প্রথম দফায় চালু করা হয়, তারপর দ্বিতীয় দফায় আমেদাবাদ, চেন্নাই ও পুন তে শুরু করা হয়েছিল যা এবার কলকাতাতেও শুরু হয়েছে।

আরো পড়ুন: মাতৃত্বকালীন অবস্থায় যেগুলো মারাত্মক ক্ষতিকারক, জেনে নিন 

Amazon Fresh সেন্টার বর্তমানে ২৫ টিরও বেশি হয়েছে যার ফলে বেড়েছে  প্রসেসিং-এর জায়গা এবং অনেক কর্মসংস্থানও তৈরি হয়েছে। উৎসবের মরশুমে গ্রাহকদের চাহিদাও অনেক বাড়ছে। তাই চাহিদা অনুযায়ী বাড়ছে সেন্টারও, সেন্টারগুলিতে আছে  ফ্রিজার  এবং রেফ্রিজারেশন জোন, ফ্রোজেন খাবার রাখার জন্যও ব্যবস্থা করা হয়েছে।  নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলি যাতে ভালোভাবে সংরক্ষণ করা যায়, গ্রাহকদের ফ্রেশ জিনিস দেওয়ার সব সমস্ত রকম ব্যবস্থা করেছে  Amazon Fresh- সংস্থা।

Amazon Fresh সংস্থায় বিভিন্ন রকম কাঁচা ফল, শাক সবজী, মাছ, মাংস, ডিম, পনীএ এসব তো অর্ডার করাই যাবে, পাশাপাশি, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্ক,বিভিন্ন প্যাকেটজাত রেডি-টু-ইট খাবার, চাল, ডাল, আটা, গ্রোসারি প্রোডাক্ট। ডেয়ারি প্রোডাক্ট,  বিস্কুট,  ডিটারজেন্ট,শ্যাম্পু,  কসমেটিক প্রোডাক্ট, বেবি কেয়ার প্রোডাক্ট, ও আরও নানান কিছু অর্ডার করা যাবে।

অ্যামাজন ফ্রেশে মাত্র ৬০০ টাকার অধিক অর্ডারে ডেলিভারি চার্জে থাকবে সম্পূর্ণ ছাড়।তবে যদি কেউ ৫৯৯ টাকার মধ্যে শপিং করেন তাহলে ডেলিভারি চার্জ লাগবে, তবে তাও একেবারেই কম, মাত্র ২৯ টাকা। বাজারে গেলেও গাড়ি ভাড়াতে অনেক টাকা আমাদের চলে যায়, সেই হিসেবে এখানে বাড়িতে বসেই অনেক কম ডেলিভারি চার্জে মিলবে নিত্যপ্রয়োজনীয় গ্রোসারি প্রোডাক্ট।

সারাদিনের যে কোনো সময় আপনি অর্ডার করতে পারবেন। সকাল ৬টা থেকে শুরু করে  মধ্যরাত্রি পর্যন্ত যে কোনো সময় ডেলিভারি করা হয়। করোনা আবহে দরকার ছাড়া বাইরে যাওয়ার প্রয়োজন নেই কারণ যে কোনো সমস্যার সমাধানেই আছে Amazon, নিত্যপ্রয়োজনীয়  জিনিসের দরকার পড়লেই অর্ডার দিয়ে ফেলুন Amazon Fresh এ। তাই আজই ডাউনলোড করে নিন অ্যামাজন ফ্রেশ অ্যাপ।

আরো পড়ুন: ঘরে সহজেই তৈরি করুন তিন রকম নাড়ু ,চিনি বা গুড় নারকেল দুধ দিয়ে নাড়ু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *