আমেরিকায় শুরু হতে চলেছে কোভিডের টিকাকরণ

আমেরিকায় শুরু হতে চলেছে কোভিডের টিকাকরণ

শনিবার সরকারি ভাবে ফাইজারের টিকাকে ছাড়পত্র দেওয়ার কথা জানানো হয়েছে। আমেরিকায় এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে প্রায় ৩ লাখ মানুষের। আমেরিকায় শুরু হতে চলেছে কোভিডের টিকাকরণ।মার্কিন নাগরিকরা আগামী ২৪ ঘন্টার আগেই টিকার ডোজ পাবেন। বিশ্বজুড়ে করোনায় সবথেকে ভয়াবহ অবস্থা আমেরিকায়। আক্রান্ত এবং মৃতের সংখ্যায় বিশ্বজুড়ে প্রথম স্থানে আমেরিকা।

আমেরিকায় শুরু হতে চলেছে কোভিডের টিকাকরণ। আমেরিকায় দেওয়া হল কোভিড ভ্যাকসিন ব্যবহারের অনুমতি। ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের তরফে ফাইজার-বায়োএনটেকের টিকাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আমেরিকার বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, মৃত্যু হয়েছে প্রায় ৩ লাখ মানুষের। এই অবস্থায় টিকার প্রথম ডোজ খুব দ্রুত শুরু হবে বলে জানা গেছে, মার্কিন নাগরিকরা আগামী ২৪ ঘন্টার আগেই টিকার ডোজ পাবেন।

টিকা দেওয়ার পর অবস্থা স্বাভাবিক হবে বলেই আশাবাদী মার্কিন নাগরিকরা। ফাইজারের টিকার কার্যকারিতা নিয়ে নিশ্চিত যাচাইয়ের পরেই জরুরি পরিষেবায় টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। প্রথমে টিকা দেওয়া হবে স্বাস্থ্যকর্মীদের। প্রথমে টিকার ডোজ কম কম দেওয়া হবে পড়ে সবাইকে দেওয়া হবে ভ্যাকসিন।

আরো পড়ুন: দেশে কমছে করোনার তীব্রতা, বাড়ছে সুস্থতার হার,ভারতের সুস্থতার হার বেড়ে ৯৪.৩৭ শতাংশ

বিশ্বজুড়ে করোনায় সবথেকে ভয়াবহ অবস্থা আমেরিকায়। আক্রান্ত এবং মৃতের সংখ্যায় বিশ্বজুড়ে প্রথম স্থানে আমেরিকা। সম্প্রতি হওয়া মার্কিন নির্বাচনে ট্রাম্পের হেরে যাওয়ার বড় কারণ সংক্রমণ মোকাবিলায় ব্যর্থ হওয়া। জো বাইডেন ক্ষমতায় আসার পরেই ফাইজারকে টিকাকরণের অনুমতি দেওয়া হয়েছে। ফাইজারের টিকাকে ছাড়পত্র দেওয়ায় ষষ্ঠ দেশ আমেরিকা, এর আগে বাহারাইন, কানাডা, সৌদি আরব, মেক্সিকোতে ফাইজারের টিকা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল।

শুক্রবার সিদ্ধান্ত নেওয়ার পর শনিবার সরকারিভাবে ফাইজারের ভ্যাকসিনের ছাড়পত্র দেওয়ান হয়েছে আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের তরফে। ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন সংস্থার প্রধান গবেষক ডেনিস হিনটন এক বিবৃতিতে জানিয়েছেন ‘করোনা ভাইরাসের মোকাবিলায় ফাইজার–বায়োএনটেকের টিকার ব্যবহারে সম্মতি জানানো হয়েছে ’‌ টিকাকরণ শুরু হবে ২৪ ঘণ্টারও কম সময়ে।

বৃহস্পতিবার মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এর তরফে একটি বৈঠক করা হয় যেখানে ফাইজারের টিকা ১৬ বছর এবং তার ঊর্ধ্বে নাগরিকদের জন্য কতটা সুরক্ষিত , তাতে সামান্য ঝুঁকি আছে কি না, এসব নির্ধারণ করা হয়, সেই বৈঠকে বিশেষজ্ঞ দের মধ্যে ১৭ জন ফাইজারের টিকা জরুরি ব্যবহারে ছাড়পত্র দেওয়ার পক্ষেই ভোট দিয়েছিলেন, মাত্র ৪ জন বিপক্ষে ভোট দিয়েছিলেন।

ভারতেও সেরাম ইন্সটিটিউট, ভারত বায়োটেক, ফাইজার টিকাকরণের অনুমতি চেয়েছে , যদিও এখনও সেই অনুমতি দেওয়া হয়নি ড্রাগ কন্ট্রোলার জেলারেলের তরফে।

আরো পড়ুন:  অজানা রোগে আতঙ্ক ছড়াচ্ছে অন্ধ্রপ্রদেশের ইলরুতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *