Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
বিরাট কোহলির তুলনায় রোহিত শর্মা অনেক ভালো অধিনায়ক হবে বলে জানালেন গৌতম গম্ভীর।আইপএল এর সেরা অধিনায়ক রোহিত শর্মাকেই ভারতের নতুন করা উচিত, স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটর গৌতম গম্ভীর।
অধিনায়ক হিসেবে বিরাট কোহলির পরিবর্তে রোহিত শর্মাকে দেখতে চান, জানালেন গৌতম গম্ভীর। চলতি বছর আইপিএল এ বিরাটের প্রদর্শন একেবারেই খারাপ ছিল, দলের ব্যর্থতার জন্য কোহলিকে দায়ি করেছিলেন গম্ভীর, এবার ভারতীয় দলেও অধিনায়ক হিসেবে কোহলিকে সরিয়ে দেওয়ার কথাই তুললেন তিনি।
অধিনায়ক হিসেবে বিরাট কোহলির পরিবর্তে রোহিত শর্মাকে দেখতে চান, জানালেন গৌতম গম্ভীর।চলতি বছর আইপিএলে মুম্বই ট্রফি জেতার পর থেকে রোহিত শর্মা এবং বিরাট কোহলির মধ্যে একটা তুলনা শুরু হয়েছে চারিদিকে।
মুম্বই ইন্ডিয়ান্স এর অধিনায়ক হিসেবেই যে শুধু সাফল্য পেয়েছেন রোহিত শর্মা তাই নয় তার নিজের পারফরম্যান্সও বেশ ভালো। রোহিত শর্মার অধিনায়কত্বে ৫ বার আইপিএল ট্রফি জিতেছে মুম্বই। বরাবরই খেলা নিয়ে তার অভিমত জানান ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। আইপিএল এ ব্যাঙ্গালোরের খারাপ প্রদর্শনের জন্য এর আগে বিরাট কোহলিকেই দায়ি করেছিলেন গৌতম গম্ভীর।তখনও তাঁর মুখে রোহিত শর্মার প্রশংসা শোনা গেছিল৷ এবার রোহিত শর্মাকেই ভারতীয় দলের পরবর্তী অধিনায়ক হিসেবে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন গৌতম গম্ভীর।
সম্প্রতি স্টার স্পোর্টসে অনুষ্ঠিত হওয়া এক ক্রিকেট শো-তে এসেছিলেন গৌতম গম্ভীর। সেখানে তিনি জানান ভারতের অধিনায়ক হিসেবে তিনি রোহিত শর্মাকে দেখতে চান এবং তিনি এও জানিয়েছেন যে অধিনায়ক হিসেবে বিরাট কোহলির থেকে ভালো প্রদর্শন করবেন রোহিত শর্মা। সেই শো তে গম্ভীর জানিয়েছেন ভারতীয় দলে অধিনায়ক পরিবর্তন করা জরুরী। তাঁর বক্তব্য আইপিএল এ প্রদর্শনের নিরিখে যদি ক্রিকেটারদের জাতীয় দলে স্থান দেওয়া হয়, তাহলে আইপিএল এ অধিনায়কদের পারফরম্যান্স এর বিচার করে দলে নতুন অধিনায়কও নেওয়া যেতে পারে। আর বিগত কয়েক বছর ধরেই আইপিএল এর অন্যতম সেরা অধিনায়ক রোহিত শর্মা, একথা কারও অজানা নয়।
এখনও পর্যন্ত বিরাট কোহলির অধিনায়কত্বে তেমন সাফল্য পায়নি ভারত। ২০১৪ সালের ডিসেম্বরে মহেন্দ্র সিং ধোনি টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিলে বিরাট কোহলিকে অধিনায়ক নির্বাচন করা হয়।
বিরাটের অধিনায়কত্বে ৫৫টি টেস্ট ম্যাচ খেলেছে ভারত, যার মধ্যে জয়ী হয়েছে ৩৩টি ম্যাচে। টেস্ট এ অধিনায়ক হিসেবে কোহলির পারফরম্যান্স ভালো হলেও এখনও ICC টুর্নামেন্ট জেতাতে পারেনি বিরাট কোহলি।
ভারতীয় দল ২০১৯ সালে যখন ওয়ান ডে বিশ্বকাপ হেরে গেছিল, সেই সময় থেকে বিরাটকে সরিয়ে টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে রোহিত শর্মার হাতে দায়িত্ব তুলে দেওয়া পক্ষে ছিলেন অনেকে। যদিও সেটা হয়নি, তবে রোহিতকে অধিনায়ক করার পক্ষে এবার আওয়াজ তুললেন গৌতম গম্ভীর।