হু হু করে বাড়ছে গ্রাহক সংখ্যা, দারুন ডেটা অফার নিয়ে হাজির Vodafone india!

হু হু করে বাড়ছে গ্রাহক সংখ্যা, দারুন ডেটা অফার নিয়ে হাজির Vodafone india!

৩৯৯ টাকায় ‘Digital Exclusive’ প্রিপেইড প্ল্যান এনেছে Vi ,এই প্ল্যানটির বৈধতা ৫৬ দিন। হু হু করে বাড়ছে গ্রাহক সংখ্যা, দারুন ডেটা অফার নিয়ে হাজির Vodafone india! প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, ১০০ এসএমএস এর সুবিধা পাবেন গ্রাহকরা। 3 দিনেই প্রায় 3 লক্ষ গ্রাহক এই প্ল্যানটির সুবিধা নিয়েছেন বলে জানানো হয়েছে সংস্থার তরফে।

হু হু করে বাড়ছে গ্রাহক সংখ্যা, দারুন ডেটা অফার নিয়ে হাজির Vodafone india! বাজারে নিজেদের স্থান আরও শক্তিশালী করতে এবং গ্রাহক সংখ্যা বাড়ানোর তাগিদে নিত্যনতুন অফার নিয়ে হাজির হচ্ছে Vi, দেশজুড়ে প্রিপেইড সিম ডেলিভারি সার্ভিস যাতে আরও বাড়ে তাতেই সচেষ্ট Vodafone Idea।

এবার মাত্র ৩৯৯ টাকায় ‘Digital Exclusive’ প্রিপেইড প্ল্যান নিয়ে হাজির এই বেসরকারি এই টেলিকম সংস্থা। তবে এই অফারটি পেতে চাইলে কোম্পানির ওয়েবসাইট অর্ডার করতে হবে Vi সিম কার্ড।

আরো পড়ুন: ভারতে আগামী জুন মাসের মধ্যে ৯ টি নতুন মডেল লঞ্চ করতে চলেছে ট্রায়াম্ফ

বর্তমানে Vi এর FRC প্ল্যানের মধ্যে উল্লেখযোগ্য 97, 197, 297, 497 এবং 647 টাকার রিচার্জ প্যাক, যার সাথে যুক্ত হয়েছে 399 টাকার প্ল্যান।399 টাকার রিচার্জ প্ল্যানটি 56 দিনের জন্য৷ এই প্ল্যানটি বাকি সমস্ত কোম্পানির প্ল্যানকে অনায়াসে টেক্কা দিতে পারে। 399 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানে 56 দিনের জন্য প্রতিদিন গ্রাহকদের 1.5GB করে ডেটা দেওয়া হবে। অর্থাৎ মোট 84GB ইন্টারনেট পাবেন গ্রাহকরা। তখন যেসব গ্রাহকরা প্রথমবার Vi সিম রিটেল স্টোর থেকে কিনবে, তাদের এই অফারটি পাওয়ার জন্য প্রথমে অন্য কোনও প্ল্যান রিচার্জ করতে হবে, তারপরই তারা 399 টাকার প্ল্যানটি রিচার্জ করতে পারবেন।

তবে যদি Vi এর ওয়েবসাইট থেকে গ্রাহকেরা Vi সিম কার্ড কেনেন তাহলে অবশ্য তারা 399 টাকার এই প্রিপেইড প্ল্যানটি রিচার্জ করতে পারবেন। বেসরকারি টেলিকম সংস্থার তরফে জানানো হয়েছে এই প্ল্যানটি রিচার্জে আগ্রহী গ্রাহকরা। 3 দিনেই প্রায় 3 লক্ষ গ্রাহক এই প্ল্যানটির সুবিধা নিয়েছেন।

399 টাকার এই প্রিপেইড প্ল্যানে ১.৫ জিবি ডেটা ছাড়াও প্রতিদিন 100 SMS এছাড়াও আনলিমিটেড কলিংয়ের সুবিধাও পাবেন ব্যবহারকারীরা। তবে যারা প্রতিমাসের রিচার্জ প্রতিমাসে করতে চান, তাদের কাছে জন্যও একটি দারুণ প্ল্যান আছে কোম্পানির।

Vi এর 297 টাকার রিচার্জ প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ১.৫ জিবি ডেটা পেয়ে যাবেন, যার বৈধতা থাকবে 28 দিন। এই প্ল্যানেও আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 SMS এর সুবিধা পাবেন গ্রাহকরা।

আরো পড়ুন: আর থাকবে না অভিযোগ, দেশজুড়ে হাই স্পিড ইন্টারনেটের দারুণ প্ল্যান নিয়ে হাজির BSNL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *