প্লেন থেকে দুহাজার ফুট নীচে পরেও অক্ষত iphone 6s!

প্লেন থেকে দুহাজার ফুট নীচে পরেও অক্ষত iphone 6s!

Buy Iphone on Amazon

মডেলটি পাঁচ বছরের পুরনো iphone 6s। প্লেনে জানলার সামনে ভিডিও করার সময় পড়ে যায় ফোনটি। প্লেন থেকে দুহাজার ফুট নীচে পরেও অক্ষত iphone! গ্যালিওট্টো নামক এক ব্যক্তি বিমানে চড়ে যাচ্ছিলেন ব্রাজিলের রিও ডি জেনিরোতে। তাঁর হাত থেকে আইফোনটি পড়ে যায়, যখন খুঁজে পান তখন ফোনটি অক্ষত আছে দেখে অবাক হয়ে যান গ্যালিওট্টো।

প্লেন থেকে দুহাজার ফুট নীচে পরেও অক্ষত iphone! করোনার জেরে লকডাউনের দীর্ঘ সময় মানুষ সোশ্যাল মিডিয়ায় নানা ভিডিও দেখে সময় কাটিয়েছেন৷ সোশ্যাল মিডিয়ায় এই সব ভিডিও আজ দ্রুত গতিতে ভাইরাল হয়ে যায়, এক নিমেষে পৌঁছে যায় লক্ষ লক্ষ মানুষের কাছে।

ইদনিং এরকমই বেশ কিছু ভিডিও দেখা গেছে আইফোন কেন্দ্রিক। যেমন ১০ ফুটের বিল্ডিং থেকে আইফোন পড়ে যাওয়ার পরেও তা একেবারে ঠিক আছে। ৫ -১০ তলা ঠিক আছে কিন্তু তা বলে ২০০০ ফুট নীচে পড়েও একদম ঠিক! হ্যাঁ এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্লেনে এক ব্যক্তির হাত থেকে ২০০০ ফুট নীচে পড়ে গেছিল iphone।মডেলটি কিন্তু বেশ পুরনোও, প্রায় ৫ বছর আগের। তারপর যা ঘটল তা একেবারেই ভাবেননি ফোনের মালিক।

আরো পড়ুন: সুখবর, আবারও ফ্রি সিম দিচ্ছে BSNL

ওই ব্যক্তির নাম গ্যালিওট্টো। তিনি বিমানে চড়ে যাচ্ছিলেন ব্রাজিলের রিও ডি জেনিরোতে৷ প্লেনের জানলা থেকে আকাশের ছবি, ভিডিও তুলতে ব্যস্ত গ্যালিওট্টোর হাত থেকে আচমকা হাওয়ায় উড়ে পড়ে যায় সেই আইফোন৷ সেই আইফোনের মডেল iphone 6s, ফোনটি যখন নীচে পড়ে যায় সেই সময় ফোনটির ভিডিও রেকর্ডিং মোড অন ছিল।

ফ্লাইট ল্যান্ড করার সাথে সাথেই গ্যালিওট্টো তাঁর আইফোন খুঁজতে Find my app এর সাহায্য নেয়, সেই আইফোন খুঁজে পেয়ে হতবাক হয়ে যান গ্যালিওট্টো।একটাও চির অবধি লাগেনি সেই ফোনে। যখন ফোনটি তিনি খুজে পান তখন দেখেন ফোনের স্ক্রিন মাটির দিকে, তিনি ভাবেন হয়তো স্ক্রিন ভেঙে গেছে কিন্তু ফোনটা ঘুরিয়ে দেখেন স্ক্রিনও একেবারে ঠিক আছে। ফোনটি একেবারে অক্ষত দেখে অবাক হয়ে যান গ্যালিওট্টো ।

iphone 6s এর আধুনিক প্রযুক্তির রিসাইক্লেবল অ্যালুমিনিয়াম এনক্লোজার থাকায় তা যত উচ্চতা থেকেই পড়ুক ফোনের কোনো ক্ষতি হবে না৷ আইফোন এভাবে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতেও অক্ষত থাকার ঘটনা এর আগেও অনেকবার দেখা গেছে। জলেও তলায় বেশ কয়েকমাস থাকার পরও যে আইফোন একেবারে ঠিক ছিল সেই ঘটনাও দেখা গেছে আগে৷ এবার ২০০০ ফুট উঁচু থেকে পরেও অক্ষত থাকার ঘটনায় হতবাক সকলে।

আরো পড়ুন: লঞ্চ হল Oppo Reno 5 Series এর নতুন দুটি মডেল Reno 5 এবং Reno 5 Pro, থাকছে 5G সাপোর্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *