বীরভূমের আদিবাসী পাড়ায় হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রান্না করলেন আলু-বরবটির তরকারি…. 

বীরভূমের আদিবাসী পাড়ায় হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রান্না করলেন আলুবরবটির তরকারি….

মঙ্গলবার বোলপুরে গেছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার দুপুর ১২ টা নাগাদ আচমকা হাজির হলেন বল্লভপুর গ্রামে।

বীরভূমের আদিবাসী পাড়ায় হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রান্না করলেন আলু-বরবটির তরকারি। এদিন বাড়ির মহিলা সদস্যদের খোজ নেওয়া, তাদের অসুবিধার কথা জানা, গ্রামে কি সমস্যা হচ্ছে সে সম্পর্কে জানেন মুখ্যমন্ত্রী। ভোটের জন্যই যে আদিবাসী গ্রামে গিয়ে খোঁজ নিলেন তিনি এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল।

বীরভূমের আদিবাসী পাড়ায় হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রান্না করলেন আলু-বরবটির তরকারি।বুধবার আচমকাই হাজির হলেন বীরভূমে। সেখানকার একটি দোকানের উনুনে আলু বরবটির তরকারি হচ্ছে দেখে খুন্তি হাতে নেমে পড়লেন রান্নায়।মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরে  মেগা রোড শো করে বুধবার ফিরে আসবেন এমনটাই ঠিক ছিল। তবে বুধবার সকালেই আচমকা চলে গেছে বোলপুরের কাছেই বল্লভপুর গ্রামে। সোনাঝুড়ির হাট থেকে আরও এগিয়ে গেলে বল্লভপুর গ্রাম।সেখানকার বাসিন্দাদের সাথে কথা বললেন, মুখ্যমন্ত্রীকে সামনে দেখে হইচই পড়ে যায় গ্রামে। গ্রামের আশেপাশের বহু মানুষ এসে ভিড় করে বল্লভপুর গ্রামে।

আরো পড়ুন: দীর্ঘ ৫৫ বছর পর চালু হতে চলেছে বন্ধ হয়ে যাওয়া চিলাহাটিহলদিবাড়ী রেলযোগাযোগ….

শুধু বাড়ি বাড়ি যাওয়াই নয়, বাড়ির মহিলা সদস্যদের খোজ নেওয়া, তাদের অসুবিধার কথা জানা, গ্রামে কি সমস্যা হচ্ছে সে সম্পর্কে জানা এসব করেন তিনি। এই সময় অবশ্য নিজেদের গ্রামের সমস্যার কথা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন গ্রামবাসী। জানান সেখানে একটাই পুকুরে সমস্ত কাজ করতে হয়,পানীয় জলের ভীষণ সমস্যা। দ্রুত জেলাশাসককে সমস্যাটা দেখে মিটিয়ে দেওয়ার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি বন্ধ হয়ে থাকা আবাস যোজনার সমস্যা সমাধানের ব্যাপারেও মুখ্যমন্ত্রী আশ্বাস দেন গ্রামবাসীদের।

দুপুর ১২ টা নাগাদ গ্রামে গিয়ে গ্রামটা ঘোরার সময় গ্রামের একটি খাবারের দোকানে গিয়ে আলু বরবটির তরকারি রান্না করতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে। মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ির কালীপুজোর সময় নিজের হাতে রান্না করেন, খিচুড়ি, তরকারি, ভাজা, চাটনি, পায়েস রান্না করেন তিনি। এদিন বল্লভপুর গ্রামে গিয়েও তিনি যেন একেবারে সেই নিষ্ঠা সহকারেই রান্না করলেন আলু বরবটির তরকারি।সামনেই ভোট আর তার আগে বীরভূমের ভোটারদের বড় অংশ আদিবাসী পাড়ায় যে ভোটের হিসেব করেই গেছেন তিনি তা নিয়ে চর্চা চলছে রাজনৈতিক মহলে।

আরো পড়ুন: ‘চ্যলেঞ্জকিন্তু শুভশ্রী চক্রবর্তীর প্রথম সিনেমা নয়, এর আগেও কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন শুভশ্রী, জানেন কি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *