Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Xiaomi র CEO লেই জুন Weibo তে একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন ফোনে থাকবে না চার্জার। ফোনটির ব্যাটারিও বেশ ভালো, 4,780 mAh ব্যাটারি থাকছে এই ফোনে।
এবার Xiaomi Mi 11 এও থাকছে না চার্জার! সম্প্রতি Apple এর লঞ্চ হওয়া iphone 12 সিরিজে কোনও চার্জার দেওয়া হয়নি কোম্পানির তরফে। সেই সময় Apple কে নিয়ে ব্যঙ্গ করেছিল Xiaomi ,এবার Xiaomi Mi 11 তে চার্জার না থাকার ঘটনায় নেটিজেনদের সমালোচনার মুখে Xiaomi। Xiaomi Mi 11 লঞ্চ হওয়ার বেশ আগে থেকেই ফোনটি নিয়ে শুরু হয়ে গেছে জল্পনা।
ফোন লঞ্চের আগেই আরও একটি ব্যাপার নিয়ে শুরু হয়ে গেছে নানান কথা। জানা গেছে Mi 11 ফোনের সাথে কোনো চার্জার থাকবে না।
Xiaomi র CEO লেই জুন Weibo তে একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন এই ফোনে কোম্পানির তরফে কোনো চার্জার দেওয়া হবে না। ফোনে ব্যবহৃত সমস্ত উপাদান পরিবেশবান্ধব, চার্জার না থাকায় এই ফোনের বাক্সটিও ভীষণ হালকা হতে চলেছে। Mi 11 স্মার্টফোনটিতে মানুষের আগ্রহ লঞ্চের আগে থেকেই, এই ফোনের কোয়াড HD+ ডিসপ্লে 6.7 ইঞ্চি এবং তাতে Gorilla Glass Victus থাকবে। এই ফোনে Qualcomm Snapdragon 888 প্রসেসর থাকবে। এই ফোনটির ব্যাটারিও বেশ ভালো, 4,780 mAh ব্যাটারি থাকছে এই ফোনে। এই ফোনের র্যাম 8 জিবি। ফ্রন্ট ক্যামেরা 32এমপি, ব্যাক ক্যামেরা ১৩ এমপি।
আরো পড়ুন: প্লেন থেকে দুহাজার ফুট নীচে পরেও অক্ষত iphone 6s!
সম্প্রতি Apple এর লঞ্চ হওয়া iphone 12 সিরিজে কোনও চার্জার দেওয়া হয়নি কোম্পানির তরফে। এবার Xiaomi র তরফে চার্জার না দেওয়ার ঘটনায় অনেকেই Xiaomi কে Apple এর অনুসরণকারী বলে সমালোচনা করছেন। অনেকে আবার ‘কপিক্যাট’ বলেও উল্লেখ করেছে Xiaomi কে। এর আগে যখন Apple চার্জার দেয়নি, সেই সময় Apple কে ব্যাঙ্গ করে Xiaomi র তরফে বলা হয়েছিল #Mi10TPro র বক্সে সবকিছুই থাকবে, অর্থাৎ তাদের কোম্পানি চার্জার না দেওয়ার মতো কাজ করবে না। আর এবার Xiaomi Mi 11 লঞ্চের আগে চার্জার না দেওয়ার ঘটনা জানার পর থেকেই নেটিজেনরা Xiaomi কে কটাক্ষ করতে শুরু করেছেন।
আরো পড়ুন:হু হু করে বাড়ছে গ্রাহক সংখ্যা, দারুন ডেটা অফার নিয়ে হাজির Vodafone india!